স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। গতকাল বিকেলে নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর পক্ষে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। বিএনপি সরকারে থাকার সময় সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট-মাধবপুরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য খোয়াই নদীর উপর চুনারুঘাট রাজার বাজার ব্রীজ, কাজির খিল ব্রীজ, চুনারুঘাট পৌরসভা স্থাপন, চুনারুঘাট হাসপাতলের শয্যা সংখ্যাবৃদ্বি এবং মাধবপুর সোনাই নদীর উপর ব্রীজ, কাষ্টি নদীর উপর ব্রীজ, শাহজিবাজার-বাঘাসুরা রাস্তা পাকা করন, আন্দিউড়া-বুল্লা রাস্তা পাকা করন, মাধবপুর হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্বিকরন সহ দু উপজেলায় বিদ্যুতায়ন। রাস্তা, ব্রীজ-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্টান স্থাপনে তাঁর ভূমিকার কথা ভূলেনি জনগন। এ এলাকার উন্নয়নের ফসল এখনো ভোগ করছে জনগন। এছাড়াও ব্যক্তি জীবনে একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে নিজ এলাকায় শিল্প প্রতিষ্টান স্থাপনের মাধ্যমে হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থান ও নিজ উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা গড়ে তুলা সহ নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। তাঁর গড়া সায়হাম গ্র“প আজ দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্র“প। এছাড়া দলকে সাংগঠনিকভাবে সংগঠিত করতেও ভুমিকা রেখেছেন সৈয়দ মোঃ ফয়সল। তিনি ২০০৪ সাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে সৈয়দ মোঃ ফয়সলের সভাপতিত্বে জেলা বিএনপির উদ্যোগে স্বরনকালের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ সৈয়দ মোঃ ফয়সল দলের এ ক্রান্তিলগ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্ধী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী সর্বোপরি অবহেলিত চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নে দলের প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করেছেন। তিনি সম্মানীত ভোটার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভোট দোয়া ও ভালবাসায় নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।