প্রেস বিজ্ঞপ্তি ॥ বাইপাস রোডস্থ আনোয়ারপুর চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ে ধুলিয়াখাল বাইপাস থেকে কামড়াপুর পয়েন্ট পর্যন্ত ভূমি লিজ গ্রহনকারী সমিতি (বিআর লিজ গ্রহনকারী সমিতি হবিগঞ্জ) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ১০ নভেম্বর রেলওয়ে ভুমি গ্রহনকারীদেরকে নিয়ে এই সমিতি গঠিত হয়। এডভোকেট তাজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ও ব্যাকস এর সভাপতি মোঃ সামছুল হুদাকে সাধারণ সম্পাদক করে সম্পাদক, সাংবাদিক বিভিন্ন পেশাজীবি লোকদের কে নিয়ে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। ইতিপুর্বে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে একাধিকবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার কামড়াপুর পয়েন্টে সাধারণ সভা আহবান করা হয়েছে। আজ ১৯ নভেম্বর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক ভবনে স্মারক লিপি প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় নিমতলায় হাজার হাজার ব্যবসায়ী-লিজধারী ও ঘর নির্মান করে বসবাসকারী লোকজন জেলা প্রশাসক এর নিকট তাদের দাবী নিয়ে সাক্ষাতের জন্য সেখানে সমবেত হয়।
উল্লেখ্য, রেলওয়ে বন্দোবস্ত দেয়া ভূমিগুলো ধুলিয়াখাল হইতে কামড়াপুর পর্যন্ত সড়ক ভবন ক্রয় করেছে বলে খবর পাওয়া যায়। সড়ক সংস্কারের প্রয়োজনে যতটুকু জায়গা দেওয়ার প্রয়োজন সবই দিতে রাজী কিš’ অবশিষ্ঠ জায়গাগুলো লিজ গ্রহনকারীদের স্ব-স্থানে থাকার দাবী নিয়ে এই সমিতির আলোচনা সভা, সমাবেশ, করা হয়।