বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইছহাছ মিয়ার মাতা আকবরুন্নেছা গতকাল রবিবার বিকাল সোয়া ৩টায় উত্তরসুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাত ৯টায় গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, আব্দুস সাত্তার, আব্দুল মোছাব্বির শাহিন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, শেখ সুহেল আহমেদ, এম এ মজিদ তালুকদার, আয়াত আলী, শামীনুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম মনি, অভিজিৎ ভট্টাচার্য্য, হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম শামিম, মাওঃ নূরুল আমীন ও অধ্যক্ষ জামাল আহমেদ।