স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়ার প্রার্থীতা নিয়ে এক ধরণের চমক সৃষ্টি হয়েছে। তাঁর আকস্মিক প্রার্থীতার বিষয়টি আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের নেতাকর্মীদের মধ্যে কৌতুহল বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ঝড় উঠে। অনেকেই পত্রিকা অফিসে ফোন করে ড. রেজা কিবরিয়ার প্রার্থীতার বিষয়ে নিশ্চিত হতে চেয়েছেন।
এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম থেকে শুক্রবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি নিজেই জানান। রেজা কিবরিয়া বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
দলীয় নেতাকর্মীসহ হবিগঞ্জের অনেকেই ড. রেজা কিবরিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, হবিগঞ্জের উন্নয়নে রেজা কিবরিয়ার বাবার বহু অবদান রয়েছে। ব্যক্তি জীবনে ড. রেজা কিবরিয়া ক্লিন ইমেজের মানুষ। তিনি নির্বাচিত হলে পিতার মতই সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন আশা তাদের।
ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৫৭ সনের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। জালালসাপ গ্রামেই তার শৈশব কাটে। কৈশোর আর যৌবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশে। তিনি বর্তমানে জাতিসংঘে কাজ করছেন এবং তিনি কম্বোডিয়ার সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে এখনো কর্মরত আছেন।
তার বাবা শাহ এএসএম কিবরিয়া ছিলেন জাতিসংঘের সেক্রেটারি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যারবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় তিনি নিহত হন। এছাড়া কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ আরো ৩জন নিহত হন।