বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক চাপায় সিয়াম নামে ৭বছরের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম উপজেলার কবিরপুর গ্রামের গ্রামের বাসিন্দা ইসলাবামাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত সৃজন বিদ্যাপীঠের সহকারি শিক্ষক ইউসুফ আলীর পুত্র। নিহত সিয়াম কবিরপুর শাহজালাল নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় পুটিজুরী থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১১-৭৭০৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উদ্দিনের পুত্র আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত করে অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।