স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সদস্য সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পনা অনুযায়ী কাজ করে গত দশ বছরে অবহেলিত বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিদ্যুতায়ন সহ সর্বক্ষেত্রে যে অভাবনীয় অভূতপূর্ব উন্নয়ন করেছি। মানুষের উপকার করেছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বানিয়াচং আজমিরীগঞ্জ এখন উন্নয়নের জোয়ার ভাসছে। আমরা এখন আর অবহেলিত নই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকল উন্নয়নের মূল কারিগর জননেত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকালে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর বাজারে ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দরী ইউনিয়ন লীগের সভাপতি মোঃ ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, এডভোকেট আব্দুল হামিদ, আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ছবুর মিয়া মেম্বার, আব্দুল হাকিম ফুল মিয়া, বিলু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজল আনছারী, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাবুল মিয়া, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর মিয়া, কামরুল ইসলাম, আলাউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা তোফাজ্জল তালুকদার, লিটন তালুকদার প্রমুখ।