স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর পৌদ্দার বাড়ি এলাকায় টমটম সিএনজির মুখোমুখির সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় শহর থেকে একটি টমটম যাত্রী নিয়ে ধুলিয়াখাল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িটি পৌদ্দার বাড়ি এলাকায় পৌছলে বিপরীতগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে গাড়ি দুটি ধমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত ১০ জন। গুরুতর অবস্থায় রনি (১৮), জুয়েল মিয়া (৮), ছায়েদ মিয়া (৪৫), সালাম বেগম (১২), আমেনা বেগম (৭০), মনিরুজ্জামান (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।