ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকার অভিভাবকগণ ভোট প্রয়োগ করেন। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার সাদেক হোসেন।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন অংশ গ্রহণ করেন। এতে অভিভাবক সদস্য পদে ৪ জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন বিজয়ী হয়েছেন। অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন জমশেদ আলী (হরিণ) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩১, শফিউল আলম বজলু (দোয়াত কলম) প্রতীকে ভোট প্রাপ্ত ভোট ৫১১, গোলাম ইজদানী শামীম (মই) প্রতীকে প্রাপ্ত ভোট ৪৩১, গোলাম মর্তুজা স্বপন (ফুটবল) প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ৩৯৭। মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন মোছাঃ সাফিয়া ইয়াছমিন (পদ্মফুল) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৬৯। নির্বাচন চলাকালীন সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোর্শেদ আহমদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, এম এ মুহিত, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী হাছান লিটন, বিবিয়ানার স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি এস এম আমীর হামজা প্রমুখ।