স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির পরিবশে বিষয়ক সম্পাদক ও মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও জেলা বিএনপির সহ-সভাপতি মাধবপুর জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মরহুম সফিকুর রহমান ফারুক বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শুক্রবার ভোর ৬টায় সফিকুর রহমান ফারুক (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।