ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ মনোনয়ন দৌড়ে রয়েছেন অন্যান্য-দলের সম্ভাব্য প্রার্থীরা। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটার সংখ্যা প্রায় ৩লাখ ৬০ হাজার। আগামী নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কর্ম-কৌশলে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে ওই এলাকার বিশাল জনগোষ্ঠী যুক্তরাজ্যে অবস্থান করেন। এ আসন থেকে নির্বাচন করতে ইতিমধ্যে বিভিন্ন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। বর্তমান এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাড়তে নারাজ জাতীয় পার্টি। জোটগত নির্বাচন হলে পাল্টে যাবে অনেক হিসাব-নিকাশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি মুদ্দত আলী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুকিত চৌধুরী, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ নাজরা চৌধুরী । বিগত নির্বাচনে মহাজোটে অন্যতম শরিকদল জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক, বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীগণ হচ্ছেন- সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর অবর্তমানে তার প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জোটগত নির্বাচনের বাতাশ যখন বইছে রাজনৈতিক অঙ্গনে তখন নবীগঞ্জ ও বাহুবল উপজেলা আওয়ামীলীগের কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ণ মূলক কর্মকান্ডের গতি বাড়ানোর পাশাপাশি আসন পুর্ন উদ্ধারে আওয়ামীলীগের প্রার্থী দেয়ার দাবী তৃণমূল নেতাকর্মীদের। তবে হেবিওয়েট প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আতিকুর রহমান আতিককে জোটগত নির্বাচনের ফলে এ আসন ছেড়ে দিতে পারে আওয়ামীলীগ এমন ধারণা জাতীয় পার্টির নেতাকর্মীদের। অন্যদিকে বিএনপি নাকি ঐক্যফ্রন্টের প্রার্থী থাকছে এ আসনে এ বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১৯৯১ এর পর থেকে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে গেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এর সুফল হিসেবে ২০১১ সালের উপনির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রার্থী চমক দেখান তিনি। এর বাহিরে ঐক্যফন্টের প্রার্থী হতে পারেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএএস কিবরিয়ার পুত্র ডা. রেজা কিবরিয়া সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন গুঞ্জন চলছে।
২৩ দলীয় জোট থেকে প্রার্থী হতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান, খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে প্রবিন মুরুব্বি ও খেলাফত মজলিস হবিগঞ্জ শাখার সহসভাপতি শায়খ কাজী হারুনুর রশীদ চৌধুরী ।
এ আসনে ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগের আবদুল আজিজ চৌধুরী, ১৯৭৩ সালের নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের আবদুল মান্নান চৌধুরী ছানু মিয়া, ১৯৭৯ সালে নির্বাচিত হন জাসদ প্রার্থী মাহবুবুর রব সাদী, ১৯৮৬ সালে আওয়ামী লীগ প্রার্থী ইসমত আহমদ চৌধুরী, ১৯৮৮ সালে জাসদের অ্যাডঃ আবদুল মোছাব্বির চৌধুরী, ১৯৯১ সালে জাতীয় পার্টির খলিলুর রহমান চৌধুরী রফি, ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে টানা ৩ বার জয়ী হন দেওয়ান ফরিদ গাজী। ২০১০ সালের ১৯ নভেম্বর দেওয়ান ফরিদ গাজী মৃত্যুবরণ করেন। পরে উপনির্বাচনে বিজয়ী হন বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া।