প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ উদযাপন করা হয়েছে। গতকাল সকালে আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সোলোমান মিয়া, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল। সভা পরিচালনা করেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ সিকদার।
অযথা এন্টিবয়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপনে তা কিনতে বারণ এই প্রতিপাদ্য নিয়ে উদযাপন করা হলো বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮। এ সময় বক্তাগণ এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।