স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র সুজন মিয়ার বাড়িতে গত মঙ্গলার দিবাগত গভীর রাতে একদল চোর হানা দেয়। তখন তারা ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ভোর রাতে সুজন মিয়া ঘুম থেকে উঠে দেখে ঘরের জিনিসপত্র তছনছ হয়ে আছে। পরে বিষয়টি তিনি স্থানীয় লোকদের জানান। এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিক তদন্তে সন্দেহজনক বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।