স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে ইব্রাহিম মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ছোরাব আলীর পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি মেহগনি গাছে ডাল কাটতে উঠে। এক পর্যায়ে পা পিছলে নীচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে কোন অভিযোগ না থাকায় স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।