বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় দায়ের করা মামলার দুই মহিলাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের চানপাড়া মহল্লার মন্নান মিয়ার স্ত্রী নয়ন তারা (৪৫), আবদুল কাইয়ূমের স্ত্রী করিমুন্নেছা (৪৬), মামুজ মিয়ার ছেলে আনহার মিয়া (২৭) ও মৃত ছমেদ উল্লার ছেলে মন্নান মিয়া (৬০)।
সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলেছে, তারা গ্রাম্যদাঙ্গার মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।