প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ তাঁতীলীগ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক ফারুক মিয়া ও সদস্য সচিব প্রনব দেব ওই কমিটির অনুমোদন দেন। কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন- আহবায়ক সুমন দাশ, যুগ্ম আহবায়ক রঞ্জু দাশ, রিপন চক্রবর্তী, হিতেন্দ্র দাশ (ডাঃ), পিন্টু নন্দী, মোশাহিদ মিয়া, সদস্য সচিব অবনী বিশ্বাস, সদস্য বিশ্ব দাশ, সতেন্দ্র দাশ, ছত্তার মিয়া, সুজন দাশ, কুতি দাশ, অপু দাশ, সতেন্দ্র দাশ, অসীম দাশ, অমরঞ্জন বিশ্বাস, নিকু দাশ, রাসমন বৈষ্ণব, মজিদ মিয়া, সিকু দাশ ও কাজল দাশ। ওই কমিটির নেতৃবৃন্দকে আগামী দুই মাসের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক ফারুক মিয়া ও সদস্য সচিব প্রনব দেব।