স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা শরীফপুর গ্রামে দুই শিশুর ঝগড়ায় রাহিম মিয়া (৫) নামে এক শিশু আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিশুর পিতা আমির হোসেন শিখন স্কুলের শিক্ষিকা রুমি আক্তার, রুহুল আমিন ও কাছুম আলীকে আসামী করে জুডিসিয়াল আদালতে এ মামলা করেন।
জানা যায়, ওই গ্রামের জিএলডিপি স্কুলের শিশু শ্রেনীর ছাত্র রাহিম। গত বুধবার সকালে স্কুলে শ্রেণি কক্ষে একই এলাকার কাছম আলীর পুত্র রুহুল আমিন (৬) এর সাথে বেঞ্চে বসা নিয়ে রাহিমের কথা কাটাকাটি হয। এক পর্যায়ে রুহুল আমিন রাহিমকে বেত দিয়ে ডান চোখে আঘাত করে। এতে সে আহত হয়। গুরুতর আহত অব¯’ায় তাকে সদর হাসপাতাাল নিয়ে আসলে চিকিৎসক মৌলভীবাজার চক্ষু হাসপাতালে প্রেরণ করে।
সেখানে তার চক্ষু অপারেশন না হওয়ায় পরে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।