আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সদর থানার ওসি অপারেশন প্রজিত চন্দ্র দাস, এসআই আতাউর রহমান ও এএসআই বিল্লাল হোসেন এর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হবিগঞ্জের লিস্টেট ২ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হল, নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মজিদ মিয়া (২৮) এবং বানিয়াচঙ্গ উপজেলার উজিরপুর গ্রামের আফতাব হোসেনের পুত্র মাহবুবুর রহমান কুটি (৩৫)। উল্লেখ, গত রবিবার আটককৃত ২ ডাকাত লোকমান ও শানুর তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডাকাতির মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, আটককৃত দুই ডাকাতের বিরুদ্ধে গত ৮ নভেম্বর উত্তর বরচার (এতবাপুর) গ্রামে ডাকাতি মামলার এজহারভূক্ত আসামী। তারা দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল তাদের কোর্টে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি (অপারেশন) প্রজিত চন্দ্র দাশ বলেন, আটককৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ রহস্য উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডে নেয়া আবেদন করা হবে।