আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের আহম্মদপুর এলাকা থেকে ১৫৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর রাতে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন পরিত্যাক্ত অবস্থায় উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার বিজিবি। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার ছায়েদুর রহমান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ১৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।