স্টাফ রিপিার্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল। গতকাল বিকেলে ঢাকাস্থ বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।