নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। গতকাল সোমবার বিকাল ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ এমরান মিয়া, বাহুবল উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক উস্তার মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, নবীগঞ্জ জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বাহুবল উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব মোঃ কুতুবুল বাসার প্রমুখ।