প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নপত্র দাখিল করেছেন হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির রেজা। শনিবার কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডঃ খন্দকার সামছুল হক রেজাসহ কেন্দ্রীয় কৃষকলীগ ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর হুমায়ূন কবির রেজা সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।