স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবকে খেলার সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র উপহার দিয়েছে হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)। গত রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব নেতৃবৃন্দের হাতে এ সব উপহার তুলে দেন হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)- এর কোষাধ্যক্ষ ও প্রবাসী কমিউনিটি লিডার মোঃ মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডঃ শফিকুর রহমান চৌধুরী, আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, এডঃ রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মাদ নাহিজ, সাবেক সহ-সভাপতি আব্দুল বারিক লস্কর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদস্য সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, এমএ হালিম, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী প্রমূখ। এরপূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য আব্দুর রউফ সেলিম। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)- এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।