স্টাফ রিপোর্টার ॥ শহরে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও চকলেট বোমা নিক্ষেপের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম জামিন লাভ করেছেন। গত ১১ নভেম্বর হাইকোর্ট থেকে হাফিজসহ এ মামলার ১৪ জন আসামী জামিন লাভ করেছেন। হাইকোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও মহিউদ্দিনের বেঞ্চ তাদেরকে জামিন দেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলামকে প্রধান আসামী করে ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও বিএনপির ১৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।