মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম সেবা)। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ বিএমএ এর সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, একুশে টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নারিস্ট এসাসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। বক্তব্য রাখেন দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, চ্যানেল-৯ প্রতিনিধি সুকান্ত গোপ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার একে কাউছার, প্রিয়ডট কম এর জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, সিলেট ভয়েজ এর জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার সহিবুর রহমান, হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার এএম শাহ আলম প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এমন একটা সময় ছিল যখন অনেক তথ্য গোপনে চাপা পড়ে যেত। কিন্তু বর্তমান সময়ে মিডিয়ার বদৌলতে আমরা মুহুর্তের মধ্যেই সকল খবরাখবর পাই। তিনি বলেন, মিডিয়া কর্মী ও পুলিশ একে অন্যের পরিপূরক। মিডিয়া কর্মীরা সমাজের নানা দিক তুলে ধরে আমরা তাদের বদৌলতে তা জানতে পারি। মোহনা টিভি ৯ম বছরে পদার্পন উপলক্ষে তিনি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া ও সকল কলাকৌশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com