স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, সভা সমাবেশ বন্ধ রাখতে আইন শৃংখলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশ দিলেও হবিগঞ্জে অডিটরিয়াম ভাড়া নিয়ে মহিলা আওয়ামীলীগের সমাবেশ করা হয়েছে। এখনও পুলিশ প্রটোকল নিয়ে আওয়ামীলীগের জনৈক জনপ্রতিনিধি শহরে ঘুরে বেড়াচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও হবিগঞ্জের আইন শৃংখলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করছে। এতে আইন শৃংখলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্তার সংকট তৈরী হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্গিত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে। তিনি গতকাল রবিবার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রেক্ষিতে এক বিবৃতিতে এসব কথা বলেন।
মেয়র জি কে গউছ বলেন- কোন মামলা ছাড়াই ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও যুবদল নেতা ইলিয়াছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এই মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করলেও অন্য দুটি মামলায় তাদের আবারও গ্রেফতার দেখানো হয়েছে। এতেই প্রমাণ হয়, বর্তমান প্রশাসনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী মাঠে সব দলকে সমান সুযোগ দিতে হবে। তিনি গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবী জানান এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানী না করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।