স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে আদালত পশ্চিম মাঠে মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে ৩ হাজার দেশীয় মদ ও বিপুল পরিমান মাদকদ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার মুল্য প্রায় ৩ কোটি টাকা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, আগামী ১৪ নভেম্বর বর্তমান জেলা প্রশাসক কার্যালয় অবস্থিত আদালত থেকে জজকোর্ট সংলগ্ন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমরা চলে যাব। এ কারণে আদালতের আদেশমতে এসব মাদক বিনষ্ট করা হচ্ছে।