আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে যাত্রীবাহি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ সজল দেব (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ২জন হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারিনাও নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সজল দেব উপজেলার কান্দিগাঁও গ্রামের পটিয়া দেবের পুত্র।
হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস গতকাল সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাক্টরের সাথে সংঘর্ষ বাঁধে। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় আহত হয়ে ট্রাক্টর শ্রমিক সজল দেব ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ট্রক্টর চালক বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫) কে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং ট্রাক্টর শ্রমিক সদর উপজেলার আছিপুর গ্রামের রইছ উল্লার পুত্র আনু মিয়া (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।