স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মনিরুজ্জামান মনিরের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কৌশলে মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
জানা যায়, রাজনগর মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা মনিরুজ্জামান গতকাল শনিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে একদল চোর ঘর থেকে সনি এক্সপেরিয়া মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ ব্যাপারে মনিরুজ্জামান সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।