প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলের তিন কৃতি-শিক্ষার্থী সুপ্তজিৎ ভট্টাচার্য্য অনিক, ধ্র“বজিৎ অধিকারী ও অভিজিৎ দাশ অয়নকে পইল বিপিন পাল স্মৃতি সংসদ কর্তৃক সম্মাননা দান করা হয়। গত ৭ নভেম্বর পইলের কীর্তিমান পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপিন চন্দ্র পালের ১৬০তম জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এই তিন ক্ষুদে জিনিয়াস সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮ এ জুনিয়র গ্র“পে “নিরাপদ নগরী প্রকল্প” উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত তিন প্রতিভার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য। বিপিন পাল স্মৃতি সংসদের সভাপতি, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন পইলের কৃতি সন্তান, সড়ক ও জনপথ বিভাগের সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আমিনুল হক ও মরহুম ডাঃ আবুল হাশেম (মরণোত্তর)। উল্লেখ্য বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদ ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ৭ নভেম্বর বিপিন চন্দ্র পালের জন্ম জয়ন্তী পালন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে আসছে।