নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে নানা সমস্যা সমাধানের লক্ষে বিবিজি-বিএসএফ’র মধ্যে যৌথ সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়নে এ সম্মেলন অনুষ্টিত হয়। এতে বিজিবি’র ১০ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ১৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সাইফ উদ্দিন কাওসার ও বিএসএফ’র ৮ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসফ’র ১০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল বিরেন্দ্র বাজপাই। সকাল ১০ টায় সীমান্তের কেদারাকোর্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেন। ওই সম্মেলনে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামসহ বিজিবি-বিএসএফ’র বিপুল সংখ্যক জোয়ান উপস্থিত ছিলেন। সম্প্রতি বাল্লা সীমান্তে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিতব্য জলবায়ু পর্যবেক্ষণ টাওয়ার নির্মানে বিএসএফ বাধা প্রদান করায় এ সম্মেলন অনুষ্টিত হয়েছে বলে বিজিবি সুত্র জানায়। সম্মেলনে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সন্ত্রাস ও খোয়াইচরে অবস্থিত ১শ ৪০ বিঘা জমি নিয়েও আলাপ-আলোচনা হয় এবং সীমান্ত সন্ত্রাসীদের ছবি ও বায়োডাটা আদান-প্রদান করেন প্রতিনিধি দল। আগামী কয়েকদিনের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে যৌথ বৈঠকে বাল্লা সীমান্তের বিবদমান সমস্যার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিএসএফ।