স্টাফ রিপোর্টার ॥ নবনির্মিত ‘হবিগঞ্জ পৌর কিচেন মার্কেট’ ভবন এবং এম সাইফুর রহমান টাউন হলের সাউন্ড সিস্টেমের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান। গতকাল সাড়ে ১১ টায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ ব্যবস্থাপনা পরিচালককে সাথে নিয়ে শহরের পিটিটিআইয়ের সামনে নবনির্মিত ‘হবিগঞ্জ পৌর কিচেন মার্কেট’ ভবনে নিয়ে যান। বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ ‘হবিগঞ্জ পৌর কিচেন মার্কেট’-এর ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা এ কিচেন মার্কেট ভবনের সার্বিক দিক পর্যবেক্ষণ করেন বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে এম সাইফুর রহমান টাউন হলের সাউন্ড সিস্টেম ও এসি সংযোজনের কাজ পরিদর্শন করেন। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ। এ দুটি প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, বিএমডিএফের প্রকৌশলী আখতারুজ্জামান, পৌর কউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, হবিগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম, দিলীপ দত্ত, নকশা আর্কিটেক্ট হোমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলী আফজাল, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ হবিগঞ্জ পৌরসভার আরো আয়বর্ধক প্রকল্প হাতে নেয়ার অনুরোধ জানালে বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভায় আরো উন্নয়ন কাজ করা আশাবাদ ব্যক্ত করেন।