প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর উদ্যোগে দুস্থ জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে এর জেলা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শওকত আরা চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা আবুল কাশেম, সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু ও এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থানুকুল্যে ১৫০ জন দুঃস্থ নারী পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। ইতিপূর্বে একই সংগঠনের উদ্যোগে বানিয়াচঙ্গেও বস্ত্র বিতরণ করা হয়।