একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনে জমিয়তের মনোনীত প্রার্থী ও ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। তিনি ইতিমধ্যে দলের নির্বাচনী বোর্ডের নির্দেশে ২০ দলীয় জোটের মনোনয়ন পেতে প্রাথী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন।
উল্লেখ্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী বিগত ৯ম জাতীয় সংসদ পরবর্তি উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও ২০ দলীয় জোটের হাইকমান্ডের সিদ্ধান্তে তিনি নির্বাচন হতে সড়ে দাড়ান। সেই সময় বিএনপি’র চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার রাজনৈতিক উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র বিষয়ক সচিব জহুরুল ইসলাম হবিগঞ্জ এসে জমিয়তের বর্তমান মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দেকে সাথে নিয়ে জমিয়তের প্রার্থীর সঙ্গে এক সমাঝোতা বৈঠক করেন। বৈঠকের পরবর্তি নির্বাচনে আব্দুল মালিক চৌধুরীকে আগামীতে জোটের প্রার্থী দেওয়ার প্রতিশ্র“তিতে দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। তাই এবার এ আসনটি ছাড় দিতে নারাজ জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মী। অপরদিকে দলের কেন্দ্রীয় জমিয়তের সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এ আসনে দলীয় প্রার্থীর পক্ষে ২০ দলীয় জোটের মনোনয়ন নিশ্চিত করার জন্য জোড় লবিং চালিয়ে যাচ্ছেন।