স্টাফ রিপোর্টার ॥ লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মোটর সাইকেল চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে ২নং পুল এলাকায় বহুলার তার নিজ বাসার গেইটের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা মোটরসাইকেলটি নিয়ে গেছে। গতকাল শনিবার ভোরে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি পাওয়া যায়নি এবং মূল গেইটের তালা ভাঙ্গা ছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত চোরের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। চোরি যাওয়া মোটর সাইকেলের মূল্য প্রায় পৌণে ৩ লাখ টাকা হবে। এসআই আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ শহিদুর রহমাান জানান, মোটর সাইকেলটি উদ্ধার করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।