আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ, অনুপস্থিতির হার কমানোসহ টেকসই প্রাথমিক শিক্ষায় মানসম্পন্ন শিক্ষার লক্ষ্যে যোগাযোগ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক তাহমিনা খাতুন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর সালাহ আহম্মেদ, আ ন ম আহসানুল হক, সিলেট জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, মাধবপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ। কর্মশালায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এসএমসির সভাপতি, অভিভাবক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।