স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের পুরাতন কর্মচারী মোঃ রমিজ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি জালালাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বি মৃত মধু মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। তার বড় ছেলে মোঃ রইছ আলী জানান, আজ শুক্রবার সকাল ১০ টায় কোর্ট মসজিদে প্রথম জানাজা নামাজ এবং দ্বিতীয় জানাজা নামাজ গ্রামের বাড়ি জালালাবাদে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। রমিজ আলী দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালের এমএলএসএস পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আসছিলেন। সম্প্রতি তিনি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।