স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে স্কয়ার কোম্পানীর প্রডাকশন সুপারভাইজার সুজন আলী (৩২)। গতকাল রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর পয়েন্টে ঢাকাগামী একটি বাসের মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহন হন সুজন আলী ও ট্রাক চালক। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে আশংকাজনক অবস্থায় সুজন আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন।