প্রেস বিজ্ঞপ্তি ॥ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিপিন চন্দ্র পালের ১৬০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও গুনী জনদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় বিপিন পাল স্মৃতি সংসদের আয়োজনে বিপিন চন্দ্র পাল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে ও বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পইল ইউপি পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, পইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিপিন পাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল হক, বিশিষ্ট মুরুব্বি হাজী আম্বর আলী, চন্দ্র শেখর রিপন, আজম উদ্দিন, এনামুল হক বিপ্লব, মোঃ জাহির মিয়া, মোঃ শাহ আলম, আয়কর আইনজীবি মোস্তফা মিয়া, রণধীর কুমার ধর, কাউছার আহমেদ অপু প্রমুখ। অনুষ্ঠানে পইল গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ আমিনুল হককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং মরোনত্তর সম্মানা দেয়া হয় পইল গ্রামের কৃতি সন্তান মরহুম ডাঃ আবুল হাশেমকে। মরহুম ডাঃ আবুল হাশেমের সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন মরহুমের পুত্র এডভোকেট জোহা। এছাড়াও সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৮-তে জুনিয়র গ্র“পে অংশ গ্রহন করে ‘নিরাপদ নগরী প্রকল্প’ উপস্থাপন করে বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান নির্ধারণ হওয়ায় পইল গ্রামের অভিজিৎ দাস অয়ন, ধ্র“বজিৎ অধিকারী ও সুপ্তজিৎ ভট্রাচার্য্যকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তোলাওয়াত করেন হাফেজ সাইদুর রহমান ও গীতাপাঠ করেন স্বপন কুমার অধিকারী। বিপিন পালের জীবনী স্মৃতিচারণ করেন আব্দুল মুবিন চৌধুরী সাদী।