স্টাফ রিপোর্টার ॥ মহসিন (১৪) নাম এক রেস্টুরেন্ট শ্রমিক এর গায়ে গরম তেল পড়ে ঝলসে গেছে। সে বামৈ গ্রামের মজনু মিয়ার পুত্র। জানা যায়, বামৈ বড় বাজারে হাজী এনু মিয়ার মালিকানাধিন হাজী সুইট মিট রেষ্টুরেন্টে কাজ করে ১৪ বছরের কিশোর মহসিন। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে গরম তেল ভর্তি একটি কড়াই সরাচ্ছিল্ এ সময় হাত ফসকে কড়াইটি পড়ে গেলে গরম তেল পড়ে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। সাথে সাথে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডাঃ কামরুল ইসলাম বলেছেন, কিশোরের শরীরের ৪০ ভাগ ঝলসে গেছে। তার অবস্থা গুরুতর হওযায় ঢাকা বার্ণ হসপিটালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু অর্থ সংকটের কারণে ঢাকা যেতে পারছে না বলে জানিয়েছেন কিশোর মহসিনের আত্মীয় স্বজন।