স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালের দৌরাত্ব মারাত্মক আকার ধারণ করছে। কোনভাবেই তাদেরকে দমন করা যাচ্ছে না। যুবক দালালের পাশাপাশি এখন নারীরা দালালরা ও সক্রিয় হয়ে উঠেছে। গতকাল বুধবার ১২টার দিকে রোগী টানা হেচড়া নিয়ে দুই দল দালালদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। রোগীর স্লিপ নিয়ে অপর দালালের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের দালালরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জনৈক রোগী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এ সময় এক দালাল রোগীর স্বজনের কাছ থেকে স্লিপ নেয়ার চেষ্টা করে। এর জের ধরে তাদের মধ্যে হাতাহারি ঘটনা ঘটে। এ বিষয়ের জেরে গতকাল বুধবার রোগীর স্বজন ও দালালদের মধ্যে সংঘর্ষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, দালালদেও সাথে হাসপাতালের কতিপয় কর্মচারীরা জড়িত রয়েছে। গ্রামগঞ্জ থেকে রোগীরা আসলে তারা ইশারা দিয়ে দালালদেও সাথে রোগীদের স্লিপ দিয়ে দেয়। আর এসব স্লিপ নিয়ে ঔষধ আনতে গিয়ে ফার্মেসীতে দ্বিগুন দাম আদায় করা হয়। ফার্মেসী থেকে দালাল ও হাসপাতাল কর্মচারীরা শতকরা ২০ টাকা কমিশন পেয়ে থাকে।