স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তাঁতীলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হেলাল আহমেদকে আহ্বায়ক ও সাইদ হুসেন, মিজানুর রহমান, সৈয়দা শরীফা আক্তার, মাওলানা বায়েজিত হাসান, নবীন মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি ও সাবেক ভিপি মোঃ মুদ্দত আলী, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার। কমিটির সদস্যরা হলো, অলিউর রহমান, নাসির উদ্দিন, রুমান মিয়া, আব্দুল বারিক, আহাদ মিয়া, রেজাউল করিম, জুয়েল মিয়া, আব্দুল মতিন, বেলাল আহমেদ, মিজান মিয়া, রমিজ আলী, ফারুক মিয়া, আল আমিন, নুরুল ইসলাম, কামাল মিয়া, আব্দুল সালাম, বাহার আলী, মশ্বব আলী, আল আমিন, আসাদুল হক, অরুন চন্দ্র সামন্ত, মখলিছুর রহমান প্রমুখ। উক্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।