স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী আরব আলী, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, আব্দুল কাদির চৌধুরী, সদস্য এডভোকেট মনোয়ার আলী, এডভোকেট কুতুব উদ্দিন শাহ, তজম্মুল হক চৌধুরী, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট্ হুমায়ুন কবীর সৈকত, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, রফিক আহমেদ, মাস্টার ট্রেইনার এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, নজমুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। শীঘ্রই মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ গ্রহণের পর সকল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয়।
বক্তারা আগামী নির্বাচনকে আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।