স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মাছুম বিল্লাহ। এ সময় তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শপথ ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভেদহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলা। ক্ষুধামুক্ত-শোষনহীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশে^র দরবারে তুলে ধরা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। আর সেই লক্ষ্য অর্জনের জন্য ইতিমধ্যেই আমরা অনেকটা পথ অগ্রসর হয়েছি। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে। তাই এই অগ্রসরতা ধরে রাখতে শেখ হাসিনার নৌকাকে আবারো বিজয়ী করতে হবে।’
গতকাল বেলা ১১টায় আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসবকথা বলেন। তিনি আরো বলেন, আমি এই ভাটির সন্তান। জন্মের পর থেকে এই এলাকার সুখ-দুঃখের সাথে আমার বসবাস। অপরদিকে, ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজপথে থেকেছি। এমতাবস্থায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। তাই লেখনী দ্বারা এই অঞ্চলের কথা আরো তুলে ধরতে তিনি আজমিরীগঞ্জের সাংবাদিকদের আহবান জানান।’
আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রভাকরের প্রতিনিধি স্বপন বণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ এবায়দুর রহমান রাসেল, প্রতিদিনের বাণী প্রতিনিধি বি কে ব্যানার্জী, প্রেসক্লাব সদস্য মোঃ মিলন মাহমুদ, মোঃ আমিনুল ইসলাম, যায়যায়দিন ও দৈনিক খোয়াই প্রতিনিধি মোঃ আবু হেনা, জনতার দলিল প্রতিনিধি মোঃ মোজাহিদ মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস প্রতিনিধি শেখ আমীর হামজা, দৈনিক হবিগঞ্জের জননী প্রতিনিধি রুজেন আহমেদ ও মোঃ সেন্টু আহমেদ জিহান প্রমুখ।