স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্র্ষে প্রবাসীর স্ত্রী নিহতের জের ধরে বানিয়াচঙ্গের কাঠখালে টানা ৩ দিন ধরে চলছে বর্বর, নারকীয় তান্ডব। প্রতিপক্ষের প্রতিহিংসায় ধ্বংসস্তুপে পরিনত হয়েছে প্রায় ডজন খানেক পাকা, ও আধাপাকা বাড়ি। নগদ টাকা, ধান-চাউল, গৃহপালিত গরু, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, ফ্যান ও পাওয়ার পাম্পসহ লুটপাট হয়েছে প্রায় ৩০/৩৫ লাখ টাকার মালামাল। এ অবস্থায় পুরো গ্রামটি এখন পরিনত হয়েছে আতঙ্কপুরীতে। জানা যায়, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের লুৎফুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের সাবেক মেম্বার আব্দুস শহীদের। এরই ধারাবাহিকতায় পরিত্যক্ত একটি জলাশয়ে মাছ শিকারের মত তুচ্চ বিষয় নিয়ে গত শনিবার দুপুরে উভয় পরে মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মহিলাসহ আহত হন ১৫ জন। এদের মধ্যে মিনারা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রেরন করা হয়। ওই দিন রাতে মিনারা চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন। মিনারা বেগম একই গ্রামের প্রবাসী আব্দুর রকিবের স্ত্রী।