প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাই মোহাম্মদ এরশাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল মঙ্গলবার এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কস্থ বাসভবনে তিনি এ সাক্ষাতে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। সাক্ষাতকালে জাপার চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার হবিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি একক হিসাবে নিশ্চিত করে দলীয় কার্যক্রম জোরদার করার জন্য শংকর পালকে নির্দেশ দেন।