প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও বিদ্যুৎ উদ্বোধন করেছেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার রুদ্রপুর থেকে চান্দপুর, নবীগঞ্জ সড়ক থেকে সিদ্দেকপুর ১কোটি ৪০লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার পৃথক পৃথক ভিত্তি প্রস্থর স্থাপন ও বাজকাশারা গ্রামে ১৬ লাখ টাকা ব্যয়ে ৩৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন, উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুছা, আবু সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ পরিচালক শফিকুর রহমান, হেলাল আহমদ, যুব সংহতির সাবেক সভাপতি সরোয়ার শিকদার, কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য এম এ মতিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির মিলাদ হোসেন সুমন, যুব সংহতির যুগ্ম আহবায়ক মোজাহিদ ইসলাম শাহীন, ওয়ার্ড মেম্বার আছাদ হোসেন চৌধুরী, সাইফুর রহমান, সাবেক মেম্বার আলফু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, ইউনিয়ন জাপার সভাপতি হায়দার আলী, পৌর যুব সংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারন সম্পাদক নুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আদম আলী। উপস্থিত ছিলেন মাওঃ সাজ্জাদুর রহমান, মুফতি লিয়াকত আলী, হাজী আব্দাল মিয়া, স্বেচ্ছাসেবক পার্টিনেতা সাবির চৌধুরী, যুব সংহতি নেতা শামীম চৌধুরী, কিবরিয়া প্রমূখ।