স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মইনুল হক (২৫) নামে এক যুবক গুরুত আহত হয়েছে। সে ওই এলাকার আব্দুল মান্নানের পুত্র। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে এঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন যুবক মইনুল হকের উপর হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।