স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী পলাতক রয়েছেন। লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কুঞ্জ মোহন রায়ের পুত্র হরিদাস রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ১৬ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগই প্রমাণিত হয়েছে। মৃত্যু পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।
তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায়, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত লিয়াকত আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সভাপতি থাকাবস্থাতে লিয়াকত আলী সহ ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালের ৪ মার্চ মামলা দায়ের হয়। এ ছাড়া একই ধরনের অপরাধ সংঘটনের অভিযোগে আমিনুল হক ওরফে রজব আলীর বিরুদ্ধে মামলা হয়।
মামলায় বাদী উল্লেক করেন, ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলীর নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে মহিলা ও যুবতী মেয়েদের ধরে এনে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে সরবরাহ করতো। এবং বিভিন্ন গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগধর্ষণ, মুক্তিযোদ্ধা ও তাদের সাহায্যকারীকে হত্যা সহ বিভিন্ন অপকর্ম চালায়। লিয়াকত আলীর নেতৃত্বে গঠন করা হয় রাজাকার বাহিনী গঠন করে। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর বিকেলে লিয়াকত আলীর নেতৃত্বে ১০/১২ জন পাকসেনা লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে প্রবেশ করে। পরে রাজাকার বাহিনীর সহযোগিতায় পাক হানাদার বাহিনী কৃষ্ণপুরের ননি গোপালের বাড়িতে, গদাইনগর গ্রামের চিত্তরঞ্জন রায়ের বাড়ির উঠানে এবং চন্ডিপুর গ্রামে লোকজনকে জড়ো করে ১২৭ জনকে ব্রাশফায়ার করে হত্যা করে। এ সময় বাদি ভাগ্যক্রমে বেচে যান। কিন্তু তিনি মারা যাবার অভিনয় করে পড়ে থাকেন। পরে লিয়াকত সহ তার বাহিনী উল্লেখিত ৩ গ্রামের লুটতরাজ চালিয়ে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে তদন্তদল ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই মাঝে লিয়াকত আলী কৌশলে দেশ ত্যাগ করেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৩৫টি মামলার ৮৫ আসামির মধ্যে ৫জন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৮০ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৫৩ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় হয়।