আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যারাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতংকে রয়েছেন হাসপাতাল কোর্টারের বাসিন্দারা।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাসায় কেউ না থাকার সুবাধে দরজা ভেঙ্গে চোর ঘরের ভিতরের প্রবেশ করে ঘরে রক্ষিত স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাসায় বসবাসরত সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী নুরুল আমিন বাসায় গিয়ে বিষয়টি দেখতে পান। এ সময় তিনি পুলিশকে খবর দিলে হবিগঞ্জ সদর থানার এসআই পলাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন।