স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামে স্বামীর বাড়ি থেকে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া ৩ সন্তানের জননী ও তার প্রেমিককে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হল, উত্তর চরহামুয়া গ্রামের মৃত মন্নর আলীর পুত্র রং মিস্ত্রি সুজন আহমেদ (২৫) ও গোপায়া গ্রামের নূর হোসেনের কন্যা রিমা আক্তার (২৫)। গতকাল সোমবার সন্ধ্যায় বাগুনী পাড়া ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে রিমার স্বামী আব্দুর নূরসহ স্থানীয় লোকজনসহ তাদেরকে আটক করে পুলিশে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে রিমার সাথে টমটম চালক আব্দুর নূরের বিয়ে হয়। বিয়ের পর তাদের কুলজুড়ে ৩ টি সন্তান জন্ম গ্রহণ করে। যার নাম বিলাল মিয়া (৮), নিশি বেগম (৬) ও সুমাইয়া আক্তার (৪)। দাম্পত্য জীবনে সুখের কমতি ছিল না। অভাব অনটনের মধ্যেও তাদের সংসার সুখে শান্তিতে ভরপুর ছিল। কিন্তু হঠাৎ একদিন কালবৈশাখী ঝড়ের তাদের সুখের ভেঙ্গে যায়। তার কারণ হল, রং মিস্ত্রি সুজন আহমেদ আব্দুর নূরের বাড়িতে কাজ করার সুবাধে রিমার সাথে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে উঠে। প্রায়ই তারা সুযোগ বুঝে গোপন অভিসারে মিলিত হয়। বিষয়টি আচঁ করতে পারে আব্দুর নূর। রিমাকে অনেক বুঝিয়ে ব্যর্থ হয়। তারপরও তার প্রেম চলতেই থাকে। একদিন আব্দুর নূর ক্ষিপ্ত হয়ে রিমাকে গালিগালাজ করে। এই কারণে ৩ মাস আগে রিমার ৩ সন্তান রেখে সকলের অগোচরে রিমা ও সুজন নতুন করে ঘর বাধার আশায় অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এদিকে, স্ত্রীকে হারিয়ে আব্দুর নূর মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। ৩ সন্তানকে নিয়ে পড়ে বিপাকে। সম্প্রতি রিমা ও সুজন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাগুনী পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সুজন গতকাল সোমবার বিকেলে পাইকপাড়া বাজার করতে আসে। টমটম চালিয়ে যাওয়ার সময় আব্দুর নূর সুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিয়ে সুজনকে আটক করে উত্তম মধ্যম দিলে সুজন তার বাগুনী পাড়া বাসায় নিয়ে যায়। সেখান থেকে রিমাসহ সুজনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। এ খবর চাওর হলে গ্রাম থেকে শত শত উৎকুচ জনতা তাদেরকে স্বচক্ষে এক নজর দেখার জন্য ভিড় জমায়। অপরদিকে, কেচো খুজতে গিয়ে সাপ বের হয়ে আসার মত রসালো আরেকটি ঘটনা ঘটে। সুজনের স্ত্রী রিচি গ্রামের শামছু মিয়ার কন্যা রেহেনা আক্তার (২২) তার তিন সন্তানকে নিয়ে থানায় আসে। এতে ৪ পরিবারের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা শুরু হয়। অবস্থার বেগতিক দেখে পুলিশ সুজন, তার স্ত্রী রেহেনা ও পরকিয়া প্রেমিকা রিমাকে আটক করে। রিমা এ প্রতিনিধিকে জানায়, সুজনের সাথে তার প্রেমের সম্পর্কের সুবাধে আব্দুর নূরকে তালাক দিয়ে এফিডেভিটের মাধ্যমে সুজনকে বিয়ে করে। অপরদিকে, সুজনের স্ত্রী রেহেনা জানায় রিমার খপ্পরে পড়ে সুজন তাকে বরণ পোষন করেনি। উপরন্ত নানা ভাবে নির্যাতন করে। ৩ মাস আগে সুজন ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে ওসি অপারেশন প্রজিৎ দেব জানান, আপাদত রিমা, রেহেনা ও সুজনকে আটক করা হয়েছে। সমাধান হলে ছেড়ে দেয়া হবে। নতুবা আইনগত ব্যবস্থা নেয়া হবে।